বিটকয়েন ও ইথেরিয়ামে বিনিয়োগকারীদের বিলিয়ন ডলারের ঢল
বিটকয়েন ও ইথেরিয়ামে বিনিয়োগকারীদের বিলিয়ন ডলারের ঢল গত সপ্তাহে ডিজিটাল অ্যাসেট ইনভেস্টমেন্ট প্রোডাক্টে ৩.৭ বিলিয়ন ডলার প্রবাহিত হয়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক ইনফ্লো। বিশেষ করে ১০ জুলাই ছিল তৃতীয় সর্বোচ্চ একদিনে বিনিয়োগের রেকর্ড। এটি টানা ১৩তম সপ্তাহে ইনফ্লো, যা মোট ইনফ্লোকে ২১.৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছে, এবং এ বছর এখন পর্যন্ত ইনফ্লো দাঁড়িয়েছে ২২.৭ বিলিয়ন ডলার। এদিকে, অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (AUM) প্রথমবারের মতো ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা একটি সর্বকালীন রেকর্ড। সেই সাথে ETP ট্রেডিং ভলিউম বেড়ে দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলারে, যা বছরের গড় সাপ্তাহিক ভলিউমের দ্বিগুণ।